ফের হাতির হামলায় মৃত্যু হলো একজনের
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জঙ্গলের ভিতর জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায়, মৃত্যু হলো এক মহিলার, আহত হলেন আরও চারজন। জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি জঙ্গলের ঘটনা। বুধবার বানারহাট থানার অন্তর্গত শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা দলবেঁধে মোরাঘাট রেঞ্জের অন্তর্গত জঙ্গলের ভিতর জ্বালানির জন্য কাঠ কুড়োতে গিয়েছিলেন। তাদের দেখতে পেয়ে হাতির পাল তাড়া করে এবং হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। বাকি চারজন মহিলা গুরতর আহত অবস্থায় পড়ে ছিলেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তারপর তাদের উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য এর আগেও একাধিকবার ডুয়ার্সের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির হানায় অনেকের মৃত্যু ঘটে। এমনকি অনেকে আহত হয়েছেন। তবে তারপরও মানুষ সচেতন নয়। যদিও বনদপ্তরের পক্ষ থেকে বারবার বনাঞ্চল লাগোয়া এলাকার মানুষদের সচেতন করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊