Primary TET : প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ


PRIMARY TET NOTIFICATION

প্রাথমিক টেট (Primary TET) নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ই ডিসেম্বর ২০২২ তারিখে রাজ্যজুড়ে হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET)। এরপর গত ১১ই জানুয়ারি ২০২৩-এ অ্যানসার কি প্রকাশ করে পর্ষদ। আর সেই অ্যানসার কি-র চ্যালেঞ্জ করার সুযোগও দিয়েছিল পর্ষদ। এবার সেই চ্যালেঞ্জ করার সময়সীমা বাড়ালো পর্ষদ।




বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জ করা যাবে। বুধবার রাত ১২ টা পর্যন্ত সময় পাবেন পরীক্ষার্থীরা। www.wbbpe.orgwbbprimaryeducation.org- এই দুই ওয়েবসাইটে আনসার কি প্রকাশ হয়েছিল।