Virat Kohli: ফের রেকর্ড, এবার শচীনের রেকর্ড ভেঙে নয়া নজির বিরাটের

Virat Kohli: ফের রেকর্ড, এবার শচীনের রেকর্ড ভেঙে নয়া নজির বিরাটের 

Virat Kohli




ফের এক নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের প্রথমদিনেই শতরান করলেন তিনি। একদিনের ফরমাটের এটি ছিল বিরাটের ৪৫তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দিয়ে আইডল শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন শিষ্য বিরাট কোহলি।



৫০ ওভারের ক্রিকেটে গড অফ ক্রিকেটের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড আছে। তাঁর মধ্যে ২০টি দেশের মাটিতে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে শতরান করে বিরাট কোহলি ছুঁলেন সচিনের রেকর্ড। এদিন বিরাট ৮৭ বলে ১১৩ রান করেন বিরাট। ঘরের মাঠে ২০টি শতরান করতে সচিনের লেগেছিল ১৬৪টি ম্যাচ সেখানে ১০২ ম্যাচেই সেই রেকর্ড নিজের দখলে করলেন বিরাট।



প্রায় তিন বছর পর ঘরের মাঠে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ২০১৯ সালের ৮ মার্চ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচিতে শতরান করেছিলেন বিরাট। অন্য একটি পরিসংখ্যানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। ভারত-শ্রীলঙ্কা এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এত দিন যৌথ ভাবে সচিন এবং কোহলির দখলে ছিল। এবার তার নিজের দখলেই করে নিলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন ৮৪টি একদিনের ম্যাচে আটটি শতরান করেছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ ম্যাচে নবম শতরান করলেন।

Post a Comment

thanks