শিক্ষকদের আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী দিনহাটা ওয়েস্ট সার্কেল
প্রসঙ্গত গত ৬ জানুয়ারি থেকে শিক্ষকদের আট দলীয় প্রীতির ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। দিনহাটা পুটিমারী উচ্চ বিদ্যালয়,শালমারা উচ্চ বিদ্যালয়,ওকরাবাড়ি আলাবকস উচ্চ বিদ্যালয়, দিনহাটা সোনীদেবী উচ্চ বিদ্যালয়, গৌর সুন্দরী উচ্চ বিদ্যালয়, দিনহাটা ২নং সার্কেল, দিনহাটা ৩নং সার্কেল এবং দিনহাটা ওয়েস্ট সার্কেলের শিক্ষকগণ এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে শালমারা উচ্চ বিদ্যালয়ের সঞ্জয় মিশ্র জানান "শিক্ষকদের এই খেলা একটা সম্প্রতির আবহ তৈরি করবে। শিক্ষকরা যেহেতু মানুষ তৈরির কারিগর, তাই এই খেলায় তাদের যেমন উদ্দিপনা তৈরি করছে তেমনি ছাত্র ছাত্রীরা এতে অনুপ্রাণিত হবে। "
আজকের এই খেলা প্রসঙ্গে দিনহাটা পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায় জানান-"খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে পুটিমারী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরও বিশেষ অভিনন্দন জানাই বিজয়ী দল দিনহাটা ওয়েষ্ট সার্কেলকে । দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে দিনহাটা দুই নং সার্কেলকেও অভিনন্দন জানাই।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊