১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীর OMR যাচাই করবে SSC!

১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীর OMR যাচাই করবে SSC!



SSC


১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীর OMR যাচাই করবে SSC। নিয়োগ দুর্নীতি নিয়ে চাপে স্কুল সার্ভিস কমিশন। কোনও রকম অনিয়ম এড়াতে আপার প্রাইমারীর (Upper Primary TET) মেধা তালিকা নিয়ে বিশেষ সতর্কতা নিচ্ছে এসএসসি। ফের ১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীর OMR যাচাই করবে SSC এমনটাই জানা যাচ্ছে। নতুন করে প্রায় ১৩ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীদের সব তথ্য, OMR-এ প্রাপ্ত নম্বর ও সার্ভারের নম্বর মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



ইতিমধ্যেই বেশ কয়েকশো প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এসএসসি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে OMR শীট। আর সেই সব ওএমআর শিটে উঠে এসেছে অনেক গড়মিল। ইতিমধ্যেই আপার প্রাইমারীর মেধাতালিকা তৈরি করে ফেলেছে কমিশন। তবে আপার প্রাইমারী পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৪ সালে। এই সময়ের পরে অনেকেই সাদা খাতা জমা দিয়ে নবম-দশম বা একাদশ-দ্বাদশে শিক্ষক পদে চাকরি পেয়ে গিয়েছিলেন। ফলে আপার প্রাইমারিতেও সাদা খাতা জমা দেওয়া প্রার্থী থাকতে পারে বলে মনে করছে কমিশন। এই অবস্থায় ফের সমস্ত মেধাতালিকা ভুক্ত চাকরি প্রার্থীর তথ্য যাচাই করছে কমিশন।


প্রায় ১৩ হাজার প্রার্থীর তথ্য যাচাই করবে কমিশন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ