ঋণ হিসেবে পাওয়া কেন্দ্রীয় অর্থকে বেআইনিভাবে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে ব্যবহারের অভিযোগ শুভেন্দুর




ফের বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঋণ হিসেবে পাওয়া কেন্দ্রীয় অর্থকে বেআইনিভাবে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে ব্যবহারের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। 



ঋণ হিসেবে পাওয়া কেন্দ্রীয় অর্থকে বেআইনিভাবে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে ব্যবহারের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঋণ হিসেবে পাওয়া টাকাকে আয় হিসেবে দেখানোর অভিযোগ করলেন রাজ্যের বিরুদ্ধে। 



'৬ হাজার কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যবহার করা হয়েছে'। 'বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজের জন্য টাকা রাজ্যকে পাঠিয়েছিল কেন্দ্র'। অথচ সেই টাকা বেআইনিভাবে অন্য খাতে ব্যবহারের অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী।



গত বিধানসভা নির্বাচনের জয়ের পর প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরম্ভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষনা দেন। এই প্রকল্পে সাধারণ মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান।