Latest Online Bengali News Portal

Breaking

Sunday, January 29, 2023

Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গা জাতীয় সড়কে, জখম বহু

Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গা জাতীয় সড়কে, জখম বহুভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙার কালিবাড়ী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি দুর্ঘটনা। জানা গেছে, কোচবিহার ডিপো থেকে মাথাভাঙা হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে মাথাভাঙার কালিবাড়ী এলাকায় বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ঘটনায় ৩০ জন যাত্রী জখম হয়েছেন বলে খবর।আজ সকালে বাসটি শিলিগুড়ি যাওয়ার পথে মাথাভাঙার ব্রিজ সংলগ্ন কালিবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে অনুমান কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। অনেকেই সেখানে চিকিৎসাধীন এবং হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা স্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাড়ির চালকের পাঢয়ে আঘাত লেগেছে জানান এক স্থানীয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে সকলেই মনে করছে কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

No comments:

Post a Comment