B.ED vs D.EL.ED Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ B.ED vs D.EL.ED মামলার শুনানি সুপ্রিমকোর্টে, রইল বড় আপডেট

B.ED vs D.EL.ED Case


B.ED vs D.EL.ED Case



দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট (B.Ed vs D.El.Ed Case on Supreme Court) অনুযায়ী বৃহস্পতিবার বিএড বনাম ডিএলএড (B.Ed vs D.El.Ed Case) সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি ছিল। এই মামলার দিকে তাকিয়ে আছেন শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীরা। 



সুপ্রিম কোর্টে বিচারপতি অনুরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার এজলাসে এদিন ওঠে মামলা। তবে কোনও রায় হল না। গতকালের পর আজও এই মামলার দীর্ঘক্ষণ শুনানি চলে সুপ্রিম কোর্টে। শুক্রবারের মধ্যে Written Submission জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর কিছুদিনের মধ্যেই এই মামলার রায় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 



এই মামলার উপরে নির্ভর করছে বিএড চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment 2023) অংশগ্রহণের বিষয়টিও। মামলার দিকে তাকিয়ে আছেন ডিএলএড করা চাকরি প্রার্থীরাও। এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। এই মামলার রায়ের উপরেই নির্ভর করবে ভবিষ্যতের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ