স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
আজ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এইদিনটিকে যুব দিবস হিসেবেও পালন করা হয়। এদিন সারা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আজ যুব সমাজের আইকন যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম জয়ন্তী পালন করলো গঙ্গারামপুর বিধানসভা ভারতীয় জনতা যুব মোর্চা।
গঙ্গারামপুর বিধানসভা ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে শিববাড়ী শিবমন্দির থেকে গঙ্গারামপুর হাইরোড পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এইদিন প্রায় শতাধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং দৌড় শেষে সকলকে আমরা সংশাপত্র প্রদান করলাম বলে জানান, সৌরভ মল্লিক রায়, সম্পাদক, ভারতীয় জনতা যুব মোর্চা, দক্ষিণ দিনাজপুর জেলা।
এইদিন এই ম্যারাথন দৌড়ের অনুষ্ঠানে উৎসাহী যুবকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এইদিন প্রায় শতাধিক যুবক যুবতী অংশগ্রহণ করেছেন এবং দৌড় শেষে সকলকে সংশাপত্র প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊