ফের বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ, আদালতে ধাক্কা রাজ্য সরকারের

আদালতে ধাক্কা রাজ্য সরকারের



highcourt




ফের বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এল। কলকাতা হাইকোর্টে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার মামলার শুনানিতে বন দফতরের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বন সহায়ক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল আদালত। নম্বরে কারচুপির অভিযোগ উঠেছে বন সহায়ক নিয়োগ প্রক্রিয়ায়।



বিচারপতি লপিতা বন্দোপাধ্যায় বন সহায়ক পদের নিয়োগের নম্বর বিভাজন সহ মেধাতালিকা আগামী ২০ জানুয়ারি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম রয়েছে তা স্পষ্ট বলেই জানান বিচারপতি। সেই নিয়োগে স্বজনপোষণ ও অস্বচ্ছতার অভিযোগে মামলা হয় হাইকোর্টে।



২০২০-র ২২ জুলাই বন সহায়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ আদালতের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ