Local Train: বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা

Local Train



জনসাধারণের ট্রেন মানেই যেনো লোকাল ট্রেন। দৈনন্দিন যাতায়াতের জন্যই যা ব্যবহার হয়। বিশেষত কলকাতায় এই লোকাল ট্রেনের প্রয়োজন কতটা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দৈনন্দিন যাত্রীদের জন্য দুখের খবর, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেললাইনে মেরামতির কাজ শুরু হবে। তারই জেরে বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন।


পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার শিয়ালদহ-বনগাঁ শখা এবং শিয়ালদহ-রানাঘাট শাখায় রেললাইন মেরামতির কাজ চলবে। শনিবার ১২ ঘণ্টা চলবে লাইন মেরামতির কাজ। তারই জেরে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।


অন্যদিকে, টিটাগড় স্টেশনে সংস্কারের কাজ চলার জেরে শনি ও রবিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে দত্তপুকুর স্টেশনেও চলবে মেরামতির কাজ। তারই জেরে শুক্র, শনি, রবি ও সোমবার শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন।


শনিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ এবং ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। পাশাপাশি সেদিন বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল।

রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ও ৩৩৮৬৩ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। সেই সঙ্গে বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল।

সোমবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকালও।

শনিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯ আপ ও ৩১৬৩৬ ডাউন লোকাল বন্ধ থাকবে। রবিবার বাতিল থাকবে এই শাখারই ৩১৬১৭ আপ ও ৩১৬২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখার ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৮ ডাউন এবং ৩১৪২০ন ডাউন লোকাল।