PRIMARY TET NOTIFICATION
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন কেন্দ্রীয় টেট অর্থাৎ CTET পাশ প্রার্থীরাও। এনিয়ে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল পর্ষদ। কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণদের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ দিল পর্ষদ। চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য অফলাইন আবেদন করতে হবে বলে জানিয়েছে পর্ষদ।
আগামী ১৩ই জানুয়ারি থেকে ২০ জানুয়ারি অফিস টাইমে (শনিবার, রবিবার বাদে) চাকরি প্রার্থীদের মোট সাতটি নথি পর্ষদের অফিসে জমা করতে হবে। পরবর্তী অনলাইন প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য এটা অত্যন্ত জরুরি। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকের নিয়োগে কেন্দ্রীয় টেট (সিটেট) উত্তীর্ণরাও আবেদন করার সুযোগ পাবেন। সেই নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দিল পর্ষদ।
যে সব নথি জমা করতে হবে পর্ষদকে-
আবেদন পত্র
সিটেট অ্যাডমিট কার্ড
সিটেট উত্তীর্ণ হওয়ার নথি
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড
D.El.Ed., D.Ed., B.Ed. বা সমমানের কোর্সের সংশাপত্র
কাস্ট সার্টিফিকেট
ভোটার কার্ড/ আধার কার্ড
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊