Voter List : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ




হাতে মাত্র আর কয় মাস, তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজবে। আর তার আগেই ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যানা যাচ্ছে খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় (Final Voter List) ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্যে এবছর মোট ভোটার বৃদ্ধি পেয়েছে ১.২৪ শতাংশ।


বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখন রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন। খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List) এই সংখ্যা বেড়ে হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭। অর্থাৎ, খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় (Final Voter List) ভোটারের সংখ্যা বেড়েছে ৯ লক্ষ ২০ হাজার ১৪৪।


এবছর রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯৯ জন। রাজ্যে নতুন ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১। ১৮-১৯ বছরের ভোটারের হার ২.২০ শতাংশ।


ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের। এই ভোটার তালিকা ধরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে।


প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমিতি এবং জেলা পরিষদের আসন সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের তুলনায়, রাজ্যের গ্রাম পঞ্চায়েতের আসন বেড়ে ৬২ হাজার ৩৬২ হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির আসন বেড়ে ৯,২১৭ এবং জেলা পরিষদের আসন (Seat) বেড়ে হয়েছে ৯২৮।