দিদির সুরক্ষা কবজ নিয়ে গুরুত্বপূর্ন সাংবাদিক বৈঠক কোচবিহারে

Didi's Suraksha Kawach



রাহুল দেব বর্মণ, কোচবিহার :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার নতুন একটি প্রকল্প নিয়ে এলেন রাজ্যের মানুষের কল্যাণ স্বার্থে। বুধবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

অভিজিৎ দে ভৌমিক বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মানুষের স্বার্থে ক্রমাগত কাজ করে গেছে। 

পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জুড়ে ৩৩৪৩টি গ্রাম পঞ্চায়েত এবং ১২৫ টি নগর অঞ্চল এলাকায় পৌঁছে যাবে নতুন প্রকল্প দিদির সুরক্ষা কবজ। 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের সকল মানুষকে ছয়টি ক্ষেত্রে ১৫ টি প্রকল্প দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত করা। ছয়টি মূল ক্ষেত্র খাদ্য, আবাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং উপার্জন। আগামী ৬০ দিন ধরে এই প্রকল্পের প্রচার কাজ চলবে জেলা জুড়ে। প্রচারের অংশ হিসেবে স্থানীয় নেতা থেকে শুরু করে বিধায়ক, জেলা পরিষদের কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্দিষ্ট অঞ্চলে একদিন করে কাটাবেন, মানুষের সাথে কথা বলবেন তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনবেন। 

Didi's Suraksha Kawach

শুধু তাই নয় মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও প্রতিক্রিয়া জানানো যাবে এই ক্ষেত্রে। আজ জেলাভিত্তিক সাংবাদিক বৈঠক এর মাধ্যমে এই কর্মসূচি সূচনা হলো। আগামী ৬, ৭, ৮ তারিখ যথাক্রমে সিতাই, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙ্গা, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, শীতলকুচি, এবং দিনহাটায় এই কর্মসূচি চলবে। 

কর্মসূচির অংশ হিসেবে নতুন বছরের ক্যালেন্ডার, মুখ্যমন্ত্রীর বার্তা এবং অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হবে।

বলা বাহুল্য বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে দিদিকে বলো কর্মসূচি যথেষ্ট প্রভাব ফেলেছিল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিও সমানভাবে প্রভাব ফেলবে বলে দাবি রাজনৈতিক মহলের।