IND vs SRI, 2ND T20I: ব্যর্থ সূর্য-অক্ষরের লড়াই, দ্বিতীয় টি২০-তে শ্রীলঙ্কার কাছে হেরে গেল ভারত
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে হেরে গেল ভারতীয় ক্রিকেট দল। প্রবল চাপের মুখে পড়েও লড়াই চালিয়ে হারতে হল ভারতকে। ২০৬ রানের বিশাল টার্গেটকে তাড়া করতে নেমে অক্ষর-সূর্য দুর্দান্ত লড়াইয়ের পরেও ভেস্তে গেল ভারতের লড়াই। ২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। এমন সময় লড়াই জারি রেখেছিলেন সূর্য-অক্ষর। কিন্তু তাতেও জয়ের স্বাদ পাওয়া হল না ভারতের।
বৃহস্পতিবার টসে জিতে ফ্লিডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুতে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন শ্রীলঙ্কার দুই ওপেনার নিশঙ্ক ও মেন্ডিস। ৮০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে চাহালের বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস। ভারতীয় মধ্যে তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন উমরান মালিক। মাঝের ওভারগুলিতে শ্রীলঙ্কাকে দমিয়ে রেখেছে উমরান। শেষের দিকে ২২ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ২০০ রানের স্কোর গড়তে বড় ভুমিকা নেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা।
২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে কার্যত পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারেই ফেরেন ঈশান ও গিল। এই ম্যাচে অভিষেক হওয়া রাহুল ত্রিপাঠী নজর কাড়তে পারেননি তিনি ফেরেন ৫ রান করে। ইনিংসের হাল ধরেন সূর্যকুমার ও অক্ষর। ২০ বলে সাফ সেঞ্চুরি করেন অক্ষর অন্যদিকে ৫১ রান করেন সূর্য। শেষের দুরন্ত খেলেন মাভিও। ২৬ রান করেন তিনি। ১৯০-এ থেমে যায় ভারতের স্কোর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊