অনুব্রত মণ্ডল কে  পুনরায়  ১৪ দিনের  জেল  হেফাজতের  নির্দেশ

anubrata mandal



১৪ দিন পরে বৃহস্পতিবার আবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলো গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। এদিন সকাল এগারোটা নাগাদ তাকে আসানসোল বিশেষ সংশোধনাগার বা জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে আনা হয়। 

বেলা সাড়ে এগারোটার পরে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে শুনানি শুরু হবে। তার আগে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আসানসোল জেলে আসেন গরু পাচার মামলার তদন্তকারী অফিসার বা আইও সুশান্ত ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সহকারী তদন্তকারী অফিসার। তারা বেশ কিছুক্ষুন জেলে ছিলেন। এরপর তারা জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে চলে আসেন। তারপরে নিয়ে আসা হয় অনুব্রত মন্ডলকে।




তবে আজ অনুব্রতর আইনজীবী জামিনের আবেদন করেনি কিন্তু মৌখিক ভাবে আদালতের কাছে অনুব্রতর আইনজীবী ভোলে বোম রাইস মিলের ব্যাংক একাউন্ট ব্যবহার করার জন্য অনুমতি চাই কারণ দেখায় ওই রাইস মিলের বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে. বিচারক এই আবেদন শুনে ফরমাল আবেদন করার জন্য বলেন

দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক অনুব্রত মণ্ডল কে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অনুব্রত মণ্ডল কে আগামী 3 ফেব্রুয়ারি ফের আদালতে তোলা হবে