Ad Code

earthquake : ভোর বেলায় হওয়া ভূকম্পে আতঙ্ক ছড়িয়েছে।

Breaking : 5.17 মিনিটে ভূমিকম্প

Breaking


এবার কেঁপে (earthquake) উঠলো হিমাচল প্রদেশ। ভোর বেলায় হওয়া ভূকম্পে (earthquake) আতঙ্ক ছড়িয়েছে। 

আজ সকালে হিমাচল প্রদেশে ভূমিকম্প (earthquake) হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ধর্মশালায় এই ভূমিকম্পের (earthquake) তীব্রতা রিখটার স্কেলে ৩.২ রেকর্ড করা হয়েছে। ধরমশালা থেকে 22 কিলোমিটার পূর্বে 5.17 মিনিটে ভূমিকম্প হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code