৬ দিনের মধ্যে খুনের ঘটনার কিনারা করলো পুলিশ
রামকৃষ্ণ চ্যাটার্জী: বারাবনি:-
গত ২৯শে নভেম্বর বরাবনির নুনি পঞ্চায়েতের আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত আসনবনি গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাই রাম কোড়ার খুনের মামলায় কিনারা করলো পুলিশ।
ঘটনায় জড়িত আসনবনি গ্রামের সঞ্জয় কোড়া নামক একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।পুলিশের তদন্তে উঠে আসে যে ওই দুই বন্ধু মদ্যপান করে রাস্তাদিয়ে যাওয়ার সময় নিজেদের মধ্যে কোনো কথা নিয়ে বচসা শুরু হয় এবং বচসার জেরে শুরু হয় হাতাহাতি ও শেষ পর্যন্ত গলায় পা এবং গলা টিপে হত্যা করে রামকোড়া নামের ওই ব্যাক্তিকে।
খুনের ঘটনার ৬দিনের মধ্যে কিনারা করলো আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ। এই খুনের কিনারা ঘটনাকে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন ডিসি কুলুদীপ এস এস, সহ উত্তর থানার আধিকারিক তন্ময় দে সহ আরো পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে পুলিশ ১০ দিনের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চলানো হচ্ছে।
Wow
ReplyDelete