ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের চতুর্থ স্থান সহ ঊনিশ জন রাজ্যে স্থান করে নিয়েছে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠে ছাত্র ছাত্রী

Talent search examination




প্রত্যন্ত গ্রামের একটি নার্সারি স্কুল বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ।দিনহাটা এক নং ব্লকের মাতাল হাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা গ্রামে বিদ্যালয়টি DM approval. ২০২২ সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ১৯ জন ছাত্র-ছাত্রী রাজ্যে স্থান অধিকার করে। এর মধ্যে প্রত্যয়ন রায় ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের চতুর্থ স্থান অধিকার করে স্কুলটিকে আরো গৌরব মন্ডিত করে তুলেছে। 



বিদ্যালয়টিতে প্রচলিত শিক্ষার পাশাপাশি আর্ট, আবৃিত্ত, নৃত্য, গান, ক্যারাটে, যোগাসন, ডিজিটাল ক্লাস, কম্পিউটার প্রশিক্ষণ সহ আরো অনেক প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান বিদ্যালয়ের কর্ণধর বিষ্ণু বর্মন। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের আলোর দিশা দেখাতে আমরা সর্বদা বদ্ধপরিকর। আগামী দিনের ছাত্রছাত্রীরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলে সমাজের কাজে নিজেদের নিয়োজিত করবে এই আশা রাখছি। 



বিদ্যালয়টিতে ৩৪ জন শিক্ষক শিক্ষিকা সর্বদা নিয়োজিত থাকেন শিক্ষার্থীদের পঠন পাঠন, নৈতিক শিক্ষা, হাতের লেখা, বিজ্ঞান মডেল তৈরি প্রভৃতি বিষয়ে। ইংরেজি শিক্ষক ধর্মেন্দ্র বর্মন বলেন, প্রত্যন্ত গ্রাম এলাকায় থেকেও বাচ্চারা শহরের নামিদামি স্কুলের শিক্ষার্থীদের সাথে সমমর্যাদা গড়ে তোলা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ করে শিক্ষার্থীদের নীতি শিক্ষাসহ চরিত্র গঠন প্রকৃত মানুষ এবং সর্বোপরি সু ভারতীয় নাগরিক, সমাজসেবক গড়ে তোলাও আমাদের কাজ।