Breaking News: ফের ৯৫২ জনের OMR প্রকাশ করলো SSC

SSC




এবার নবম-দশম শ্রেণীর 952 জনের OMR প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) অযোগ্য শিক্ষকদের তালিকা বের করার নির্দেশ দিয়েছিলেন। এবার নির্দেশ মেনে 952 জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।


এর আগে আদালতের নির্দেশে 183 জনের তালিকা প্রকাশ করে কমিশন। পরে আরো 40 জনের তালিকা প্রকাশ হয়। এবার একবারে  952 জনের তালিকা প্রকাশ করলো কমিশন। 


এর আগে যে 40 জনের তালিকা প্রকাশ হয়েছিল তার পিডিএফ-এ প্রকাশ হয়েছিল ফলে সবাই দেখতে পারতো। কিন্তু এবার মে তালিকা প্রকাশ হয়েছে তার রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই দেখা যাচ্ছে ফলে সাধারন প্রার্থীরা এই তালিকা দেখতে পারছে না বলে অভিযোগ। 


তালিকা দেখতে ক্লিক করুন-