ফের জামিনের আবেদন খারিজ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের


সুবীরেশ ভট্টাচার্য


নিস্তার নেই। ফের জামিনের আবেদন খারিজ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের এই আবেদন মূলত নবম-দশম দুর্নীতি মামলায়। এদিকে গ্রুপ সি মামলায় সুবীরেশকে হেফাজতে নিয়েছে সিবিআই।




জানা যায় আদালতে সিবিআই আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ আছে।



উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়োগ দুর্নীতি মামলায় গত 19শে সেপ্টেম্বর গ্রেফতার করে। আপাতত আলিপুর সংশোধনাগারে রয়েছেন তিনি।