BLO ডিউটি থেকে অব্যাহতি চেয়ে বিডিও-কে চিঠি প্রাথমিক শিক্ষকদের
দিনহাটা, ১১ জুলাই ২০২৫: দিনহাটা ইন্টেন্সিভ সার্কেলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলির একদল শিক্ষক-শিক্ষিকা (Primary Teacher), যাঁদের মধ্যে প্রধান শিক্ষকরাও ছিলেন, আজ দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিসে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। জানাগেছে, এমন অনেক শিক্ষকেরই BLO ডিউটি (BLO Duty) এসেছে যারা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অবসর গ্রহণ করতে চলেছেন। তাই আজ সমবেত হয়ে এই শিক্ষকরা বিএলও (বুথ লেভেল অফিসার) ডিউটি (BLO Duty) থেকে তাঁদের অব্যাহতি চেয়েছেন। বিডিও অফিস আবেদনপত্রটি গ্রহণ করলেও, এই বিষয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শিক্ষকদের (Primary Teacher) পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের নির্বাচনী ডিউটি (BLO Duty) শুধুমাত্র তাঁদের নিজের বিদ্যালয়ের বুথেই পড়েনি, বরং বাড়ি থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে পড়েছে। এই দূরত্বের কারণে তাঁরা এটিকে একপ্রকার হয়রানি হিসেবেই দেখছেন। বিশেষত, মহিলা শিক্ষকদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
শিক্ষকদের (Primary Teacher) মূল উদ্বেগের কারণ হলো, বর্তমানে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। অনেক প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা অত্যন্ত কম, এবং কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষক শূন্য অবস্থাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে, তাঁদেরকে এত দূরবর্তী স্থানে বিএলও ডিউটিতে নিযুক্ত করা হলে বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এই আবেদন এবং শিক্ষকদের (Primary Teacher) সমস্যার বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক সমাজ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊