রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফের মোদি-মমতা সাক্ষাৎ
রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩০শে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ফলে বছরের শেষে ফের মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা।
প্রধানমন্ত্রী জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জাতীয় গঙ্গা পরিষদের সদস্য এরাজ্যও। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকার কথা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। গতবার এই উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে।
জানা যাচ্ছে, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে ওই বৈঠকে যোগ দিতে বলেছেন। গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। ইতিমধ্যে বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কয়েকটি ভাগে ৩০ তারিখে প্রায় গোটা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলার কথা।
তবে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা কথা হলে ফের মুখ্যমন্ত্রী রাজ্যের দাবিদাওয়া নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊