Recruitment Scam : 'সাদা ওএমআর শিটে চাকরি', ফের ইডি তদন্তের নির্দেশ আদালতের


highcourt



নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লক্ষ্মী টুঙ্গা নামে এক চাকরিপ্রার্থীর মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাদা ওএমআর শিটে চাকরি হয়েছে, এর আড়ালে অনেক লেনদেন হয়েছে তদন্ত করুক ইডি এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।




জানা যাচ্ছে ১০০টি ওএমআর চেক করা হয়েছে তাদের প্রায় অনেকের নম্বর ৪, ১ এরকম যেখানে সার্ভারে দেখাচ্ছে ৪৩। বিচারপতির প্রশ্ন, সেসময় কে ছিলেন এসএসসির চেয়ারম্যান? জবাবে আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য ছিলেন তৎকালীন চেয়ারম্যান।



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, 'সিবিআইকে কি সুবীরেশ সব বলেছেন ? যাঁর নির্দেশে করেছেন, তাঁর নাম কি বলেছেন ? অধিকাংশ ওএমআর শিট ফাঁকা। বিশ্বাস করি না টাকা ছাড়া এই ম্যানুপুলেশন সম্ভব। ইডিকে সব মামলায় যুক্ত করব। কোনও ব্যক্তি যেন পালিয়ে না যায়।'