Primary Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ নিয়ে বড় আপডেট!

Primary Recruitment


প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার। জানা যাচ্ছে প্রথয় পর্যায়ে ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। আর এবার ইন্টারভিউ হবে ভিডিও রেকর্ডিং তা আগেই জানিয়েছিল পর্ষদ। সূত্রের খবর, অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার ব্যবহার করে চাকরিপ্রার্থীদের হাতে-কলমে দেখাতে হবে, তাঁরা পড়াতে পারেন কিনা। ঠিক যেভাবে ক্লাসে পড়াবেন, সেভাবেই দিতে হবে ইন্টারভিউ!



প্রাথমিকে ইন্টারভিউতে মৌখিক পরীক্ষাও হবে। তবে প্রাপ্ত নম্বর এবার আর খাতায় লেখা হবে না সোজাসুজি পর্ষদের সার্ভারে আপডেট হবে এমনটাই সূত্রের খবর। এরপর তিনজন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। পর্ষদের দাবি, খাতার বদলে নম্বর যদি সরাসরি সার্ভারে আপলোড করা হয়, সেক্ষেত্রে কারচুরি করার সুযোগ থাকবে না। 



আগামীকাল প্রথম ধাপে হবে ইন্টারভিউ। এবার কেন্দ্রীয় পদ্ধতিতে ইন্টারভিউ হবে বলে আগেই জানা গিয়েছিল। পাশাপাশি ইন্টারভিউয়ের ভিডিও রেকর্ডিং করা হবে বলেও জানা গিয়েছিল।