প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ,থানায় অভিযোগ জানাতে ভিড় বঞ্চিতদের।

PM Awas Yojana




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ



সোমবার পুনরায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে আন্দোলন শুরু হলো জলপাইগুড়িতে, জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ এলাকাবাসীদের।



সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ গ্রামবাসিরা ঘর না পেয়ে পথ অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধের ফলে বেলা বারোটা থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং আসামের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।




নিজেদের দাবী প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকা দুস্থ মুন্না আলী দুঃখের সঙ্গে বলেন, আমার নাম ছিলো ঘরের তালিকায়, পঞ্চায়েত থেকে আমার বাড়িতে এসে সব দেখে ও যায়, তারপর আমার নাম কি করে বাদ গেলো।




শুধু মুন্না আলিই নয়, প্রকৃত দুস্থ হয়েও ঘর পাননি এমনি অভিযোগ। যাদের পাকা বাড়ি আছে, সরকারি চাকরি করে তারা কি করে ঘর পেলো।



একদিকে জাতীয় সড়ক অবরোধ করে যেমন চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির প্রতিবাদ তার পাশাপাশি একদল বঞ্চিত দুস্থ গ্রামবাসী এই বিষয়ে রীতিমতো থানায় অভিযোগ জানাতে ভিড় করে।