Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাইকচোরের পিছু ধাওয়া করে চোরাই বাইকসহ এক ব্যাক্তিকে গ্রেফতার পুলিশের

বাইকচোরের পিছু ধাওয়া করে চোরাই বাইকসহ এক ব্যাক্তিকে গ্রেফতার পুলিশের

চোর ও পুলিশ




বাইকচোরের পিছু ধাওয়া করে চোরাই বাইকসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো জামুড়িয়া থানার পুলিশ। পরে ওই চোরের বাড়ি থেকে আরো একটি চুরির বাইক উদ্ধার করে পুলিশ।

ধৃত ব্যাক্তি বছর একুশের শান্তিময় মাঝি,জামুড়িয়া থানার চুরুলিয়া কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত,বৃহস্পতিবার সকালে একটি চুরির বাইকসহ তিনজনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল জামুড়িয়া থানা।এবার বৃহস্পতিবার দুপুরে আবার পুলিশ গোপনসুত্রে খবর পেয়ে চুরুলিয়ার জয়নগর থেকে জামুড়িয়ার দিকে আসার পথে এক সন্দেহজনক ব্যক্তিকে দাঁড়াতে বললে সে পুলিশ দেখে পালাতে থাকে। তার পিছু ধাওয়া করে শেষপর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে।

পুলিশি জেরায় সে বাইকচুরির কথা স্বীকার করে। সে জানায় যে সে একটি বাইক চুরির গ্যাং এর সাথে যুক্ত হয়ে কাজ করে। ওরা আসানসোল বার্নপুরের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে এবং তা বিভিন্ন এলাকায় বিক্রি করে তারা। পুলিশি জেরায় সে তার বাড়িতে আরো একটি চুরির বাইক আছে বলে জানায়। পরে পুলিশ ওই বাইকটিও উদ্ধার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code