holiday list for 2023 academic year
২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা দেখেনিন
ডিসেম্বর পড়তেই রাজ্যের স্কুল গুলোর ছুটির তালিকা প্রকাশ হলো আজ। জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ । আর তাই পশ্চিমবঙ্গের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়গুলিতে ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা (১ জানুয়ারি - ৩১ ডিসেম্বর ২০২৩) প্রকাশ করা হলো। মোট ৬৫ দিন ছুটি থাকবে আগামী শিক্ষাবর্ষে।
তিনটি পর্যায়ে ছুটির তালিকা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ছুটি ১২ দিন। দ্বিতীয় পর্যায়ে ছুটি ২৭দিন এবং তৃতীয় পর্যায়ে ছুটি ২৬ দিন।
দেখেনিন ছুটির তালিকা (holiday list for 2023 academic year)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊