পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ আদালত আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ না করতে বলেছে কমিশনকে। পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে আদালতের পর্যবেক্ষণ, 'কমিশন দ্রুততার সাথে এমন কিছু করবে না, যাতে নির্বাচনে ত্রুটি থেকে যায়'। পাশাপাশি ২ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম মেনে হচ্ছে না পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ, অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত স্তরে তপসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত তথ্যে গরমিল করার সুযোগ রয়েছে ব্লক প্রশাসনের। আর এই কাজ তারা করছে রাজ্যের শাসকদলকে সাহায্য করতে। নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা উত্তরও দিয়েছে কমিশন কিন্তু সন্তুষ্ট নয় শুভেন্দু অধিকারী। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে আদালত এই বিষয়ে দুসপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। যেহেতু সময়সাপেক্ষ এই সময়ের মধ্যে কমিশন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন এমনটাই আশা করছে আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊