নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মাওবাদী নেতা প্রচণ্ড

Nepal new PM


নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মাওবাদী নেতা প্রচণ্ড। নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক ধরে চলা গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নাম পুষ্পকমল দাহাল। যিনি প্রচণ্ড নামেই পরিচিত। তিনিই বসতে চলেছেন নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে। প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে তিনি সরকার-প্রধান হচ্ছেন বলে খবর। 



নেপালের জাতীয় নির্বাচনে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অবশেষে জোট সরকার গঠন হতে চলেছে। আর সেই জোট সরকারের নেতৃত্বে প্রচণ্ড। নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী রবিবার পুষ্পকমল দাহালকে নেপালের প্রধানমন্ত্রিত্বে বরণ করে নিয়েছেন। সোমবার বিকেলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। 


সূত্রের খবর, জোটের সমতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছরে প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন। আরো জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রণালয় বণ্টন করার কাজ এখনও বাকি।