পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণে হলো বট-পাকুড়ের বিয়ে 

বট-পাকুড়ের বিয়ে


অমিত সিনহা,ধমুপুর ঃ 

গ্রামের বাড়ি ধুমপূর। বর্তমানে দিনহাটা শহরে থাকেন মদনমোহন দেব। শহরের বাড়ির ছাদে বট-পাকুর গাছ জন্মায়। হিন্দু শাস্ত্রমতে, পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। আর তাই মদনমোহন আজ নিজের গ্রামের বাড়িতে মহা ধূমধামে দিলেন সেই বট পাকুড়ের বিয়ে।

 

রীতিমতন শাস্ত্র মেনে পুরোহিতের বৈদিক মন্ত্রচ্চারণে হলো বিয়ে। আর এই বিয়ে দেখতে শয়ে শয়ে মানুষের ভীড়। 


কি ছিলনা এই বিয়েতে, হলুদ কোটা থেকে জলভরা, সমস্ত স্ত্রী-আচার মেনেই দেওয়া হয়েছে বট পাকুড়ের বিয়ে। আর বিয়ে শেষে আয়োজন করা হয় প্রীতিভোজেরও । 


মদনমোহন দেব জানান, শহরের বাড়িতে হঠাত ছাদে দেখি বট -পাকুড় গাছ। আর ছোট থেকে শুনেছি বট পাকুর একসাথে জন্মালে বিয়ে দিতে হয়। শহরে বাড়ির ছাদে গাছ দুটো রাখাও সম্ভব ছিলো না, তাই গ্রামের বাড়িতে এসে গাছ দুটো লাগাই আর আজ তাঁদের বিয়েও দেই।

ভিডিও দেখতে ক্লিক করুন - https://youtu.be/OleRIyQRtWE