Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lionel Messi: অবসর ঘোষনা লিওনেল মেসির

Lionel Messi: অবসর ঘোষনা লিওনেল মেসির

Lionel Messi



ক্রোয়োশিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়, সেমি ফাইনালের গণ্ডি টপকে বিশ্বযুদ্ধে জয়ের লড়াইয়ের শেষ লড়াইয়ে পৌঁছে অবসর নিয়ে ঘোষনা করে ফেললেন আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি। ১৮ই ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল আর সেদিনই শেষবার নীল সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।



কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে চূর্ণ করে ফাইনালে পৌঁছেছে আর্জেন্তিনা‌। গোটা স্টেডিয়ামে তখন আনন্দ উৎসব। আর্জেন্তিনার খেলোয়াড়দের মধ্যেও দেখা গেল উল্লাস। আর তারপরেই হৃদয়বিদারক মুহুর্ত।



মেসি সাংবাদিকদের বলেন, ‘আমি জীবনে যতটুকু পেয়েছি সেটা আমার কাছে অনেক। হ্যাঁ, বিশ্বকাপটাও জিততে চাই। মেগা ফাইনালটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফিফা-কে সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি’।




তিনি আরও যোগ করেন, ‘অনেক বছর ধরেই এমন একটা মুহুর্তের জন্য নিজেকে তৈরি করছিলাম। ২০১৪ সালে পারিনি। তবে এবার বিশ্বকাপটা জিতে হাসিমুখে বিদায় নিতে চাই’।



৩৫ বছর বয়সেও অনবদ্য মেসি। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তাঁর ঝুলিতে। পাশাপাশি এই বিশ্বকাপের সোনার বুটের দৌড়ে রয়েছে মেসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code