আজ থেকেই শুরু হতে চলেছে ১৫তম ভারত সংস্কৃতি উৎসব

ভারত সংস্কৃতি উৎসব


বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত সংস্কৃতি উৎসব।১৫ তম এই ভারত সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক অজ্ঞেয়ানন্দ মহারাজ।



এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অনিল ভার্মা সহ অন্যান্যরা।ভারত সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আগামী কাল বুধবার সকাল নটায় একটি পদ যাত্রা বেরকরা হবে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন ভারত সাংস্কৃতিক উৎসবের সভাপতি প্রসেনজিৎ পোদ্দার।



প্রসেনজিৎ বাবু বলেন পদযাত্রাটি টাউন হল থেকে শুরু হয়ে গোটা বিসিরোড হয়ে ফের টাউনহলে সমাপ্ত হবে।পদযাত্রা টির সূচনা করবেন মধ্যপ্রদেশর রাজা মান সিং তোমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাহিত্য কুমার নাহার।



এবছর ১৫ তম ভারত সাংস্কৃতিক উৎসবে সাতটি দেশের ২০ রাজ্যের প্রতিযোগীরা অংশ গ্রহণ করবেন।বলে জানান প্রসেনজিৎ বাবু।

টাউনহলের অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনের পর অধরা চাঁদ নামক একটি কবিতা বই এর উদ্বোধন করেন।