Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2023: নিলামেই ইতিহাস গড়লেন কারেন, ক্যামেরুন আর স্টোকস

IPL 2023: নিলামেই ইতিহাস গড়লেন কারেন, ক্যামেরুন আর স্টোকস

IPL Auction 2023




আজ আইপিএলের ২০২৩ বর্ষের মিনি নিলামে ইতিহাস লিখলেন স্যাম কারেন, ক্যামেরুন ও বেন স্টোকস। এদিন নিলামে বেন স্টোকসকে নিতে ১৬.২৫ কোটি টাকা খরচ করল চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসকে পেতেও প্রবল দর কষাকষি হয়। শেষ পর্যন্ত ১৬.২৫ কোটিতে তাঁকে নিল চেন্নাই সুপার কিংস।




আইপিএল নিলাম ইতিহাসে সর্বোচ্চ দর। স্যাম কারেনকে নিতে ১৮.৫ কোটি খরচ করল পাঞ্জাব কিংস। পাশাপাশি ১৭.৫ কোটিকে ক্যামেরুন গ্রিনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। এর আগের ক্রিস মরিস (১৬.২৫ কোটি), যুবরাজ সিংহ (১৬ কোটি), প্যাট কামিন্স (১৫.৫ কোটি), ইশান কিশান (১৫.২৫ কোটি), কাইল জেমিসন (১৫ কোটি) ও বেন স্টোকসের (১৪.৫ কোটি) নিলামের দর ছিল আগের নিলামগুলিতে সর্বোচ্চ দর।




মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে নিলাম টেবিলে প্রবল দর কষাকষির পর ক্যামেরুন গ্রিনকে ১৭.৫ কোটি টাকায় কিনল এমআই।



স্যাম কারানকে দলে পেতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পরে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের প্রবল দর কষাকষি চলল। শেষপর্যন্ত ইংল্যান্ডের অলরাউন্ডকে ১৮.৫ কোটি টাকার বিপুল অর্থে নিল পাঞ্জাব কিংস। আইপিএলের নিলাম ইতিহাসে যা সর্বোচ্চ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code