Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bengal's Vande Bharat: ৮ ঘন্টায় NJP থেকে হাওড়া, নয়া ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Bengal's Vande Bharat: ৮ ঘন্টায় NJP থেকে হাওড়া, নয়া ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

Bengal's Vande Bharat



রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৩০শে ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে বন্দরে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রেন। এই ট্রেন চালু হলে মাত্র ৮ ঘন্টায় নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়ত করা যাবে। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে থাকবে একটি স্টপেজ তার হল মালদা। পুরো ট্রেনটি-ই চেয়ার কার, শীততাপ নিয়ন্ত্রিত ও থাকছে ওয়াই-ফাইয়ের সুবিধা।




বন্দে ভারত এক্সপ্রেস একটি সেমি হাই-স্পিড ট্রেন। এটি ২০১৯-এ চালু হয়। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)তে তৈরি এই সেমি হাই-স্পিড ট্রেন। এতে রয়েছে উন্নতমানের ব্রেকিং সিস্টেম। যা একদিকে যেমন ট্রেনটির গতি বাড়াতে সাহায্য করে। ঠিক তেমনই আবার গতি কমাতেও। সমস্ত কোচেই রয়েছে স্বয়ংক্রিয় দরজা, যাত্রীদের জন্য জিপিএস-ভিত্তিক অডিও-ভিস্যুয়াল তথ্যপ্রদান ব্যবস্থা। রয়েছে ওয়াই ফাই।




ইতিমধ্যে এই ট্রেন পাঁচটি রুটে চালু হয়েছে। দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ব্যাঙ্গালুরুতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, উনা এবং নয়াদিল্লির মধ্যে হিমাচল প্রদেশের প্রথম বন্দে-ভারতেরও যাত্রা শুরু হয়েছে। মুম্বাই-আহমেদাবাদ, নয়া দিল্লি-বারাণসী এবং নয়াদিল্লি- বৈষ্ণোদেবী কাটরা রুটেও চলছে এই ট্রেন। এবার বাংলাতেও বন্দে ভারত ট্রেনের যাত্রীরা শুরু হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code