Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC নিয়োগে বিস্তর কারচুপি হয়েছে, আদালতে রিপোর্ট পেশ CBI-এর

SSC নিয়োগে বিস্তর কারচুপি হয়েছে, আদালতে রিপোর্ট পেশ CBI-এর



CBI raids


স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগে বিস্তর কারচুপি করা হয়েছে আদালতে এমনটাই জানালো সিবিআই। আজ আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে রিপোর্ট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, বি, নবম দশম, একাদশ দ্বাদশের নিয়োগে বিস্তর কারচুপি হয়েছে। SSC এর তরফে ওএম আর শিট চেকের টেন্ডার দেওয়া হয় নাইসা প্রাইভেট লিমিটেডকে। ওএমআর কমিশনের অফিসেই স্ক্যান করে চূড়ান্ত নম্বর তালিকা কমিশনকে দেয়া নাইসা। কমিশন পরে তার নিজেদের সার্ভারে আপলোড করা হয়।




CBI আসরে নেমে নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়ি থেকে তিনটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। এই তিনটি হার্ডডিস্কে ওএমআর শিটের স্ক্যান কপি এবং নম্বর ছিল। গাজিয়াবাদের তিনটি হার্ড ডিস্ক এবং স্কুল সার্ভিস কমিশনের যে তথ্য রয়েছে, সেগুলি পরীক্ষা করে দেখা যায়, বিস্তর কারচুপি হয়েছে। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সব ক্ষেত্রে নম্বর পরিবর্তন করা হয়েছে।



স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দাবি সামনে এল। মোট ৮ হাজার ১৬৩ OMR শিটে কারচুপি করা হয়েছে বলে জানিয়ে দিল CBI। এসএসসি অফিসেই এই দুর্নীতি করা হয়েছে। এসএসসির তিন তলাতে এই কান্ড ঘটানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code