সিটেট উত্তীর্ণ হলেও প্রাথমিকে সুযোগ, বড় নির্দেশ হাইকোর্টের 




প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার বিরাট নির্দেশ দিলেন হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। কেন্দ্রীয় টেট (CTET) উত্তীর্ণ হলে এবার থেকে রাজ্যের টেটে অংশ গ্রহন করার সুযোগ পাবেন তারা এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এত দিন রাজ্যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারতেন না সেন্ট্রাল টেট উত্তীর্ণরা। এই নির্দেশের পর তাঁরাও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই নির্দেশের খুশির হাওয়া সিটেট প্রার্থীদের মধ্যে।



প্রাথমিকের নিয়োগে কেন্দ্রীয় টেট (সিটেট) উত্তীর্ণরাও আবেদন করার সুযোগ দেওয়া হোক এই দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি মান্যতা দিল হাইকোর্ট। পরবর্তী কালে তাঁদের চাকরির সুপারিশে চূড়ান্ত ছাড়পত্র দেবে হাই কোর্ট।



ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি আয়োজন করে। সিটেট উত্তীর্ণ নিয়োগে সুযোগ পেলেও এরাজ্যে এতদিন সুযোগ ছিল না। এক সিটেট মামলাকারী এবিষয়ে আদালতের দ্বারস্থ হয় এবং তার আইনজীবী বৈষম্যের কথা তুলে ধরে। অবশেষে আদালত মান্যতা দিল।