ফ্লাই ওভারের দাবিতে ২নং জাতীয় সড়ক অবরোধ

People Protest


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:- বর্ধমান থানা অন্তর্গত নলা ফেরিঘাটের গ্রামবাসীরা ফ্লাই ওভারের দাবিতে ২নং জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। 



গ্রামবাসীররা জানিয়েছেন নলা ফেরিঘাটে পাঁচটি গ্রাম রয়েছে,কার্যতঃ রাস্তা পারাপারের জন্য গ্রামের মূল প্রবেশে কাটিং ছিল,কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাটিং বন্ধ করে দিয়েছে তার জন্য স্কুল কলেজ পড়ুয়ারা এবং গ্রামবাসীরা যাতায়াত করতে পারছেনা। বিগত দুই মাস আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় কিন্তু তাদের উদাসীনতা ক্রমশয় লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা গ্রামবাসীর জন্য কিছু ভাবছেন না।তাই গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে ফ্লাই ওভারের দাবিতে। তাঁরা এও জানিয়েছেন আগামীদিনে যাতায়াতে সুবিধা না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে।



পাশাপাশি জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় বিশাল যানজটে সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার আই, সি সুখময় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলেনিলে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক। হয়।