দুয়ারে রেশন সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ধূপগুড়িতে

Duare Ration



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ



ধূপগুড়ির মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মাগুর মারী এলাকায় 'দুয়ারে রেশন' দেওয়া কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখান উপভোক্তারা। এদিন মূলত চাল বিলি করা কে নিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। 




ঘটনায় রেশন ডিলারকে আটক করে দেয় রেশন প্রাপকরা। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। উপভোক্তাদের অভিযোগ, 'অন্যান্য এলাকায় সেদ্ধ চাল দেওয়া হলেও তাদের এলাকায় শুধুমাত্র আতপ চাল দেওয়া হচ্ছে। তাদের প্রশ্ন একেই এলাকায় অনান্য উপভোক্তদের সেদ্ধ চাল তাদেরকে কেন আতপ চাল দেওয়া হবে‌? 



ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে এদিনের মতো দুয়ারে রেশন বণ্ঠন বন্ধ থাকে।