FIFA WC 2022 MAR vs POR: স্বপ্নভঙ্গ রোনাল্ডোর, শেষ আটে মরক্কোর কাছে হেরে বিদায় নিল পর্তুগাল

MAR vs POR


ভেঙে গেল স্বপ্ন! কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল রোনাল্ডো। মরোক্কোর কাছে হেরে শেষ আটে বিদায় নিতে হল পর্তুগালকে। সাথে জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেললেন রোনাল্ডো এমনটাই খবর। 


প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেই ইতিহাস গড়ল মরক্কো। এদিন ম্যাচের ৪২ মিনিটে নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল ইদ্রিসি। আগুয়ান গোলকিপার দিয়োগো কোস্তা বলের নাগাল পাওয়ার আগে হেডে গোল করেন এনসিরি। ১ গোলে এগিয়ে যায় মরক্কো। ৫১ মিনিটে মাঠে নামেন রোনাল্ডো। কিন্তু গোল করতে পারলেন না তিনি। ব্রুনো ফের্নান্দেসকে সঙ্গে নিয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠলেন রোনাল্ডো। কিন্তু হল না। 



ইতিহাস গড়ে সেমি ফাইনালে চলে গেলেন মরক্কো। কেরিয়ারে অনেক কিছু পেয়েছেন 'সি আর সেভেন'। এই সোনার ট্রফি তাঁর ক্যাবিনেটে ছিল না। থাকবেও না। হেরে বিদায় নিতে হল পর্তুগালকে।