Charlie Chaplin : মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি, উদ্বোধন হলো চার্লি চ্যাপলিনের মোমের মূর্তি

Charlie Chaplin



বড়দিনের দিন আসানসোল ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন হলো চার্লি চ্যাপলিনের (Charlie Chaplin) মূর্তি। শিল্পী সুশান্ত রায় এই মূর্তিটি নির্মাণ করেছেন।


একেবারে জীবন্ত মূর্তির মতন চার্লি চ্যাপলিনের (Charlie Chaplin) মূর্তি দেখে সাধারণ মানুষ চমকে যাচ্ছে। ২৫ ডিসেম্বর একদিকে যেমন বড়দিন তেমনি এই দিনেই মৃত্যু হয়েছিল চার্লি চ্যাপলিনের (Charlie Chaplin)। তাই তার (Charlie Chaplin) মৃত্যু দিনে মহান অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতেই আসানসোলের শিল্পী সুশান্ত রায় এই মূর্তিটি নির্মান করেছেন।


এটি (Charlie Chaplin) তৈরি করতে তার ২০ দিন সময় লেগেছে বলে সুশান্ত বাবু জানিয়েছেন। একেবারে চলচ্চিত্রে অভিনয় করাকালীন বেশে অর্থাৎ মাথায় হাত টুপি, কালো কোট, প্যান্ট এবং হাতে লাঠি ধরা সেই চার্লি চ্যাপলিনকেই (Charlie Chaplin) সামনে নিয়ে এসেছেন সুশান্ত রায়। বড়দিনের দিনে এই মূর্তিকে দেখতে মানুষের ঢল নামে।