Teacher Recruitment: কবে শিক্ষক নিয়োগের পরীক্ষা? জানালো সিবিএসই

CTET 2022 Exam Date Published 


CTET 2022



সেন্ট্রাল টিচার্স এলিজেবিলিটি টেস্ট ২০২২ এর পরীক্ষা সূচি প্রকাশ করলো বোর্ড। ২৮ ডিসেম্বর ২০২২ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে বলে জানিয়েছে বোর্ড। CBSE CTET 2022 এ তারা আবেদন করেছেন তারা অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in এ গিয়ে চেক করতে পারেন।




CTET হল কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা। CTET সাধারণত বছরে দুইবার হয়। একবার হয় ডিসেম্বরে, এবং আরও একবার হয় জুলাই মাসে। CTET 2022, ২০২২ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ৯, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০ এবং ফেব্রুয়ারি ১, ২, ৩, ৪, ৬ এবং ৭ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।




CTET এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার তারিখ, সেন্টার ও অন্যান্য তথ্য জানা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ঠিক দুই দিন আগে CTET অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। সিবিএসই জানিয়েছে, প্রার্থীদের আবেদনের ভিত্তিতে পরীক্ষার শহর, পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষার তারিখে কোনও পরিবর্তন করা যাবে না।

Post a Comment

thanks