Teacher Transfer: বন্ধ হয়ে শিক্ষকদের স্কুলে বদলি! 

Teachers Transfer




নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা এর মাঝেই শিক্ষকদের স্কুলে বদলি বন্ধ হয়ে গেল। ৩০ শেষ জুন পর্যন্ত বন্ধ শিক্ষকদের বদলি প্রক্রিয়া। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বদলি নিয়োগ প্রক্রিয়ার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। এনিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।



এর আগে শিক্ষকদের বদলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, শিক্ষকদের যেমন বেতন সহ অন্যান্য সুবিধার অধিকার রয়েছে তেমনি ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা পাওয়ার অধিকার আছে। রাজ্যকে ছাত্র শিক্ষক অনুপাত জানাতে হবে তারপরেই আদালত বদলির নির্দেশ দেবে বলে জানিয়েছিলেন বিচারপতি।




এদিকে আজ বদলির সুযোগ বন্ধ করে দিল রাজ্য। আগামী ৩০শে জুন পর্যন্ত শিক্ষকদের বদলির নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুও বদলির মামলাতেও বদলি করার আগে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিলেন।