Breaking News: ৯৫২ বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের বাবার নাম ও স্কুলের নাম প্রকাশ SSC-এর

SSC 952 TEACHERS LIST


বেআইনিভাবে নিয়োগ পাওয়া ৯৫২ শিক্ষক-শিক্ষিকার বাবার নাম ও বিদ্যালয়ের নাম সহ তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৯৫২ জনের OMR প্রকাশ্যে এনেছিল স্কুল সার্ভিস কমিশন। এরপর এই ৯৫২ জনের বাবার নাম ও কর্মরত স্কুলের নাম প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো আজ ৯৫২ জনের বাবার নাম ও বিদ্যালয়ের নাম প্রকাশ করলো কমিশন।



২০১৬ সালের নবম দশম নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে ৯৫২ জনের OMR প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। OMR শিট প্রকাশ হলেও সেখানে উল্লেখ নেই বাবার নাম ও স্কুলের। সেই স্কুলের নাম ও বাবার নাম প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬-এ ১৩৭০০ পদে শিক্ষক নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন ওঠে। জল গড়ায় আদালতে। আদালতের নির্দেশ মতোই ওএমআর প্রকাশ করে কমিশন। এর আগে ১৮৩ জনের ওএমআর প্রকাশ করে কমিশন। তারপর ৪০ জনের ওএমআর প্রকাশ করে। তারপর ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছে।




তালিকা দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে: