Primary TET: আগামীকাল প্রাথমিক টেট, মানতে হবে কোন কোন নিয়ম?
আগামীকাল ১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। স্বচ্ছতা রাখতে টেট নিয়ে এবছর একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ। তুঙ্গে প্রস্তুতি। টেট পরীক্ষা সুষ্ঠুভাবে করতে বদ্ধ পরিকর রাজ্য। আর তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে রাজ্য। পরীক্ষা (wb primary) চলাকালীন বা পরীক্ষার আগে কোন অসুবিধা হলে এই হেল্পলাইন নম্বর মারফত যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা।
ইতিমধ্যে ১৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও খবর।
পরীক্ষার দিন (WB P TET 2022) প্রতিটি সেন্টারে ১৪৪ ধারা জারি থাকবে।
এদিন বন্ধ রাখতে হবে জেরক্সের দোকান গুলিও।
প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের আধিকারিকরা থাকবেন পুলিশের
লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।
মোবাইল ফোন বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া যাবে না।
পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করতে হবে।
পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে।
কোনও পরীক্ষার্থীর যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স-সহ চিকিৎসার ব্যবস্থা করা ও পর্যাপ্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও মোতায়েন করতে হবে।
অগ্নিসুরক্ষা দফতরের আধিকারিকদের সতর্ক থাকতে হবে।
পরীক্ষার দিনে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বিদ্যুৎ দফতরকে বিশেষ নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
প্রত্যেকটি স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জানাতে হবে যাতে পরীক্ষার আগের থেকেই পরীক্ষা কেন্দ্রগুলি পাওয়া যায়।
পরীক্ষার দিনে ট্র্যাফিক ব্যবস্থার ওপর বিশেষভাবে নজর দিতে হবে পুলিশকে।
পাশাপাশি প্রশ্নফাঁস এড়াতেও একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ।
এদিকে পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকায় বলা হয়েছে:
পরীক্ষা হবে ১২ টা থেকে ২টা ৩০ পর্যন্ত। পরীক্ষা শুরুর দুই ঘন্টা আগে রিপোর্ট করতে হবে পরীক্ষার্থীদের।
অ্যাডমিট কার্ড, পরিচয় পত্র ও বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না কোনো পরীক্ষার্থী।
বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের অথিরিটির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে মেতে হবে। ৫০ মিনিট বেশি সময় পাবে তারা।
কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড সাথে একটি ভ্যালিড আইড প্রুফ প্রমান কার্ড/আধার কার্ড/মাধ্যমিক অ্যাডমিট/পাসপোর্ট/ড্রাইডিং লাইসেন্স নিয়ে মেতে হবে।
ব্যানড আইটেম নিয়ে কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
একটি কালো বলে পয়েন্ট পেন, দুই কপি অ্যাডমিট কার্ড ও এক কপি ছবি নিয়ে যেতে প্রার্থীদের।
পরীক্ষার রুমে যার যা সিট নম্বর থাকবে সেখানেই বসতে হবে।
পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে আর পরীক্ষায় অংশ গ্রহন করতে দেওয়া হবে না।
কোন অবস্থাতেই প্রার্থীদের কেন্দ্রের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র বহন করতে দেওয়া হবে না: -
যেকোন স্টেশনারি আইটেম যেমন পাঠ্য উপাদান (মুদ্রিত বা লিখিত), কাগজের বিট,
জ্যামিতি/পেন্সিল বক্স, প্লাস্টিক থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ
টেবিল, ইলেকট্রনিক পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল ইত্যাদি।
যেকোন যোগাযোগ যন্ত্র যেমন মোবাইল ফোন, ব্লু টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদি।
যেকোনো ঘড়ি/হাত ঘড়ি, ক্যামেরা, মানিব্যাগ, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার অলঙ্কার ইত্যাদি।
অন্য কোনো নিষিদ্ধ/নিষিদ্ধ আইটেম থাকা যা অন্যায় উপায়ের জন্য ব্যবহার করা যেতে পারে ভেন্যুতে বা বাইরে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য।
পরীক্ষার হল/কক্ষে ধূমপান, গুটকা চিবানো, থুথুফেলা বা এই জাতীয় কোনও উপদ্রব তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষার সময় খাদ্য সামগ্রী, বা পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরীক্ষার কক্ষের ভিতরে নেওয়া বা খাওয়ার অনুমতি দেওয়া হবে না ।
পরীক্ষার হল/কক্ষে ধূমপান, গুটকা চিবানো, থুথুফেলা বা এই জাতীয় কোনও উপদ্রব তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষার সময় খাদ্য সামগ্রী, বা পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরীক্ষার কক্ষের ভিতরে নেওয়া বা খাওয়ার অনুমতি দেওয়া হবে না ।
সং শ্লিষ্ট পরিদর্শকের্শ র বিশেষ অনুমতি ব্যতীত কোনো প্রার্থীকে তার আসন বা কক্ষ ছেড়ে যেতে দেওয়া হবে না পরীক্ষার পুরো সময়কাল শেষ না হওয়া পর্যন্তর্য ।
পরীক্ষা শেষে, প্রার্থীদের নিরীক্ষকের কাছে হস্তান্তর করতে হবে-
ক। TET-2022 এর OMR উত্তরপত্রের মূল কপি (রঙ গোলাপী)
খ। প্রবেশপত্রের একটি ডাউনলোড এবং স্বাক্ষরিত কপি
পরিদর্শকর্শ নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষ/হল ত্যাগ করতে দেওয়া হবে না।
প্রার্থীদের শুধুমাত্র নিম্নলিখিতগুলি সহ পরীক্ষার হল/রুম ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে: -
i TET 2022 এর জন্য প্রশ্ন পুস্তিকা।
ii. TET 2022 এর OMR উত্তরপত্রের পরীক্ষার্থীর কপি (সবুজ রঙের)।
iii. পরিদর্শকর্শ দ্বারা স্বাক্ষরিত প্রবেশপত্রের একটি অনুলিপি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊