Ration: রেশন নিয়ে বড় ঘোষনা কেন্দ্রের, সুবিধা মিলবে একবছর
রেশন নিয়ে বড় ঘোষনা দিল কেন্দ্র সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮১ কোটি ৩৩ লক্ষ দেশবাসীকে আগামী একবছর বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র। নয়া বছরের জানুয়ারি থেকে একবছর বিনামূল্যে রেশন দিতে কেন্দ্রের খরচ হবে প্রায় ২ লক্ষ কোটি টাকা। এক সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই সংবাদ জানিয়েছেন।
২০২০ সালে করোনা জনিত কারণে ভয়াবহ পরিস্থিতিতে দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ নেয় কেন্দ্র। দুই বছর ধরে বিনামূল্যে পাচ্ছে রেশন। ডিসেম্বরেই সেই মেয়াদ শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সেই প্রকল্পের মেয়াদ আর বাড়ানো না হলেও, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা চালু রাখল সরকার।
আগে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় তিন টাকা কেজি দরে চাল আর দুই টাকা কেজি দরে গম ও আন্যান্য খাদ্য সামগ্রীর জন্য সামান্য কিছু হলেও দাম ধরা ছিল। কিন্তু এবার সেইসব গ্রাহকদের আর কোনও টাকাই দিতে হবে না। এই খাদ্যশস্য আগামী একবছরের জন্য পুরোপুরি বিনামূল্যে দেবে কেন্দ্র।
Wow good news
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন