'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’, হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব’-এমনি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে বাতিল হতে পারে ৪২ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলটি।
আনন্দ বাজার সূত্রে খবর- নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত ১৪০ জন হাই কোর্টে মামলা করেন। তাঁদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ‘ঢাকি সমেত বিসর্জন’-এর হুঁশিয়ারি দিয়েছেন।
এই মামলায় অতিরিক্ত হলফনামা দিয়ে আরও তথ্য আদালতে জমা দিতে চেয়েছেন মামলাকারীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অনুমতি দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ।
আরও পড়ুনঃ Baba Vanga Predictions for 2023 : নতুন বছরেই মহা বিপর্যয়ের ইঙ্গিত দিয়ে গেছেন বাবা ভাঙ্গা !
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊