সরকারি বাসের ধাক্কায় আহত এক ব্যক্তি, বাস আটকে বিক্ষোভ স্থানীয়দের

Bus accident



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ: 

সরকারি বাসের ধাক্কায় আহত হলেন এক ব্যক্তি, সরকারি বাসকে দীর্ঘক্ষণ আটকে দিলেন স্থানীয়রা, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।



মঙ্গলবার সকালে ধুপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধুপগুড়ি পৌর বাস-টার্মিনাস থেকে ধুপগুড়ি ট্রাফিক এলাকায় দুটি সরকারি বাস পরপর আসছিল, বাসের সামনে ছিল সইকেল সহ এক দুধ ব্যবসায়ী। ট্রাফিক সিগন্যাল পড়াকালীন দুধ ব্যবসায়ী রাস্তা পারাপার করছিলেন সেই সময় সাইকেল-আরোহিকে পিছনে ধাক্কা মারে একটি সরকারি বাস। যার জেরে জাতীয় সড়কের ডিভাইডারে দুধ সহ পড়ে যান ওই ব্যক্তি। সামান্য আঘাত পান সাইকেল আরোহী।



স্থানীয়রা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আঘাত সামান্য হয় প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় এমনটাই জানা গিয়েছে।



রাস্তায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, তবে এই দুর্ঘটনা আরো বড়সড় ঘটতে পারত। কিভাবে পরপর দুটি সরকারি বাস এভাবে চলতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন।


তবে এটা নতুন কিছু নয় প্রতিনিয়তই দেখা যায় পরপর দুটি সরকারি বাস টক্কর দিয়ে এভাবে চলতে।