পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তাল জাতীয় সড়ক, ভাঙলো পুলিশের গাড়ি

Road Accident


সাত সকালে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তাল জাতীয় সড়ক।উত্তেজিত জনতা ভাঙলো পুলিশ ক্যম্প। ভেঙ্গে গুড়িয়ে দিল বেশ কয়েকটি বাইক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।



ঘটনাটি ঘটেছে আজ সকালে পূর্ব বর্ধমান জেলার নবাব হাট মোর জাতীয় সড়কে। অভিযোগের তীর পুলিশের দিকে। পুলিশের তোলাবাজির জন্য এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।



আজ সকালে পূর্ব বর্ধমান জেলার নবাব মোর জাতীয় সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে।ঘটনাস্থলে মৃত্যু ওই বাইক চালকের।এরপরেই খেপে যান স্থানীয় বাসিন্দারা।রে রে করে ছুটে আসেন পুলিশ ক্যাম্পের দিকে।ক্ষোভ উগরে ভাংচুর করে অস্থায়ী ট্রাফিক পুলিশ ক্যাম্প।ভাংচুর চালায় ক্যাম্পে থাকা বেশ কয়েকটি বাইক। 



উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন এক পুলিশ কর্মী।ওই পুলিশ কর্মীর পায়ে আঘাত লাগে।এই ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকে জান চলাচল।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। এই দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করেছেন পুলিশকে। তারা বলেন পুলিশের তোলাবাজির জন্য এই ঘটনা ঘটেছে।