World's longest kiss lasted over 58 hours

Liplock



প্রিয়জনের ঠোঁটে ঠোঁট রাখতে কার না ভালো লাগে কিন্তু তা ঘন্টার ঘন্টা রাখা প্রায় অসম্ভব। আর সেই অসম্ভবকে অসম্ভব বলে মনেই হবে না আপনার যদি দীর্ঘতম চুমুর সময়টা আপনি জানেন। ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে চুমু খেলেন পাশাপাশি গড়েও ফেললেন বিশ্বরেকর্ড।

Liplock



টানা ৫৮ ঘন্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড ঠোঁটে ঠোঁট চেপে প্রিয়জনকে চুমু দিয়ে এই রেকর্ড তৈরি হয়েছে। নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে‌। আর এই নজির গড়েছেন থাইল্যান্ডের কাপল।

Kiss



তবে এটি নয়া কোনো রেকর্ড নয়। ২০১৩ সালে থাইল্যান্ডের (Thailand) পটায়া শহরে আয়োজিত এক কিসিং কম্পিটিশনে অংশগ্রহণ করে বিশ্বের দীর্ঘতম চুমুর রেকর্ড গড়েছেন এক্কাচাই ও লাকসানা তিরানারাত। দীর্ঘ প্রায় এক দশকে এই রেকর্ড এখোনো ভাঙেনি।




প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট 9 জন দম্পতি। ছিলেন সত্তরোর্ধ্ব এক ব্যক্তি ও তাঁর স্ত্রীও। স্মুচ যাতে না ভাঙে তাই স্ট্র দিয়ে জুস ও খাবার দেওয়া হচ্ছিল সবাইকে। এমনকি শৌচাগারেও যেতে পারবেন প্রয়োজনে, তবে ঠোঁট থেকে ঠোঁট আলাদা হওয়া চলবে না। তা হলেই প্রতিযোগিতা থেকে বিদায়।



প্রতিযোগিতার শেষে একজোড়া হিরের আংটি এবং স্থানীয় মুদ্রায় এক লক্ষ টাকা পুরস্কার পান ওই দম্পতি। পাশপাশি বিশ্ব রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন এই দম্পতি।